প্রশ্ন-১ ভরবেগের সংরক্ষণসূূত্র পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নীতি। একটি ব্যবস্থায় মোট ভরবেগের কোনো পরিবর্তিত হয় না। বন্দুকের গুলি ছোড়া থেকে আরম্ভ করে, পৃথিবী থেকে রকেট মহাকাশে প্রেরণের ক্ষেত্রে এই নীতির প্রয়োগ লক্ষ করা যায়। 4 kg ভরের একটি রাইফেল থেকে 2 km/s বেগে 50 gm ভরের গুলি ছোড়া হলে এক্ষেত্রে ও ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। কাজেই স্পষ্টভাবে বলা যায়, প্রত্যেক ক্রিয়া, প্রতিক্রিয়া ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে।
ক. স্পর্শ বল কী?
খ. ভ্রমণ আরামদায়ক হলেও রাস্তা বেশি মসৃণ করা উচিত নয় কেন?
গ. রাইফেলের পশ্চাৎ বেগ নির্ণয় কর।
ঘ. 'প্রত্যেক ক্রিয়া-প্রতিক্রিয়া ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে’ কথাটির যথার্থতা বিশ্লেষণ কর।
প্রশ্ন - ২ 4000 kg ভরের একটি বাস 54 km/h বেগে চলছিল। বাসচালক 46m দূরে স্কুলছাত্রকে রাস্তা পার হতে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাস ছাত্রটির 1m সামনে এসে থেমে গেল।
ক. স্থিতি ঘৰ্ষণ কী?
খ. ঘর্ষণের কুফলগুলো ব্যাখ্যা কর।
গ. ব্রেক করার সময় বাসটিতে প্রযুক্ত বল কত ছিল?
ঘ. বাসটির আদিবেগ 55 km/h হলে এবং একই ত্বরণে বাসটি থামানো হলে দুর্ঘটনা এড়ানো সম্ভম হতো কিনা গাণিতিকভাবে যাচাই কর।
No comments:
Post a Comment