Monday, March 20, 2023

বল অধ্যায়

 সমাধান:

ক)

দুটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থায় একটিকে অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হলে, এদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে।

খ) 

ঘর্ষণের কুফলগুলো নিচে ব্যাখ্যা করা হলো :

i. অতিরিক্ত ঘর্ষণের ফলে যানবাহন সহজে চলতে পারে না। যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণের ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিড়ে যায়।

ii. যানবাহনে অতিরিক্ত ঘর্ষণকে অতিক্রম করতে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। এতে জ্বালানি শক্তির অপচয় হয়। 

iii. ঘর্ষণের ফলে ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যধিক উত্তপ্ত হয়। যার কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে।

iv. ঘর্ষণের কারণেই জুতার সোল ক্ষয়প্রাপ্ত হয় এবং ছিঁড়ে যায় ।

গ) 

ঘ)



No comments:

Post a Comment

Acoustic energy

Acoustic energy: Acoustic energy is the energy carried by sound waves as they travel through a medium like air, water, or solid materials. I...

Subscribe to our newsletter