Friday, January 3, 2025

যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানের উপযোগী লজিক সার্কিটটি ব্যাখা কর

 উত্তর: যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানের উপযোগী লজিক সার্কিটটি হলো ডিকোডার।যে লজিক সার্কিট কোনো কোডকে ডিকোড করতে পারে তাকে ডিকোডার বলা হয়।এটি এমন একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রুপান্তর করে।ডিকোডার ইনপুটের সংখ্যা n হলে তার আউটপুট সংখ্যা 2 হবে এবং আউটপুট লাইনে যেকোন একটি আউটপুট ১ হলে বাকি সব আউটপুট ০ পাওয়া যাবে।আউটপুট অবস্থা সর্বদা ইনপুট অবস্থার উপর নির্ভরশীল।

No comments:

Post a Comment

Acoustic energy

Acoustic energy: Acoustic energy is the energy carried by sound waves as they travel through a medium like air, water, or solid materials. I...

Subscribe to our newsletter