১০
প্রশ্নঃ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
- ক.স্যার উইলিয়াম জোনস
- খ.স্যার উইলিয়াম কেরি
- গ.রাজীব লোচন মুখোপাধ্যায়
- ঘ.ব্রাসি হ্যালহেড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
- ক.কাল, পুরুষ, পদ প্রকরণ
- খ.সমাস, প্রত্যয়, সন্ধি
- গ.সারাংশ, ভাব-সম্প্রসারণ
- ঘ.ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?
- ক.বিশেষভাবে বিভাজন
- খ.বিশেষভাবে বিশ্লেষণ
- গ.বিশেষভাবে সংযোজন
- ঘ.বিশেষভাবে বিয়োজন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা-
- ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ.ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও
- গ.ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.রামমোহন রায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক.ভাষাতত্ত্বে
- খ.রূপতত্ত্বে
- গ.ধ্বনিতত্ত্বে
- ঘ.বাক্যতত্ত্বে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
- ক.মাগধীয় ব্যাকরণ
- খ.গৌড়ীয় ব্যকারণ
- গ.মাতৃভাষা ব্যাকরণ
- ঘ.ভাষা ও ব্যাকরণ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
- ক.পি আচার্য
- খ.ব্রাসি হালহেড
- গ.পি জে হার্টজ
- ঘ.ডব্লিউ গ্রেস
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী ও তদ্ভব শব্দযোগে গঠিত ?
- ক.হাফহাতা
- খ.লাইব্রেরী
- গ.হেডমিস্ত্রী
- ঘ.হেডপন্ডিত
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?
- ক.ব্রাসি হ্যালহেড
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.মনোএল-দ্য-আসসুম্পসাঁও
- ঘ.কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি ?
- ক.বি+আ+কৃ+ওন
- খ.বি+আ+ক্রি+অন
- গ.বি+আ+কৃ+অন
- ঘ.বি+আ+কৃ+অণ
উত্তরঃ গ
প্রশ্নঃ যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয় ?
- ক.তৎসম শব্দ
- খ.দেশী শব্দ
- গ.অর্ধতৎসম শব্দ
- ঘ.তদ্ভব শব্দ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'হস্ত','প্রস্তর', ও 'সন্ধ্যা শব্দ তিনটি বাংলা ভাষা গ্রহণ করেছে -
- ক.পর্তুগীজ ভাষা থেকে
- খ.দেশী ভাষা থেকে
- গ.সংস্কৃত ভাষা থেকে
- ঘ.ইংরেজি ভাষা থেকে
উত্তরঃ গ
প্রশ্নঃ 'চশমা','দপ্তর' ও 'দোকান' শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে ?
- ক.ফরাসি
- খ.ইংরেজি
- গ.পর্তুগীজ
- ঘ.ফারসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'কালি কলম' কোন দুটি ভাষার মিশ্র শব্দ ?
- ক.আরবি+ফারসি
- খ.বাংলা+আরবি
- গ.বাংলা+ফারসি
- ঘ.সংস্কৃত+আরবি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ?
- ক.৬ ভাগে
- খ.৫ ভাগে
- গ.৪ ভাগে
- ঘ.৩ ভাগে
উত্তরঃ খ
প্রশ্নঃ কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ?
- ক.প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে
- খ.প্রায় সমার্থক দুটো পদের মিলনে
- গ.প্রায় সমার্থক দুটো ধ্বনির মিলনে
- ঘ.প্রায় সমার্থক দুটো বর্ণের মিলনে
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ ?
- ক.কলেজ, লাইব্রেরী
- খ.দপ্তর, দরখাস্ত
- গ.আদমি, আমদানি
- ঘ.জিন্দা, জানোয়ার
উত্তরঃ খ
প্রশ্নঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলা হয় ?
- ক.তৎসম শব্দ
- খ.অর্ধতৎসম শব্দ
- গ.বিদেশী শব্দ
- ঘ.দেশী শব্দ
উত্তরঃ ক
প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপোযোগী ?
- ক.কবিতায়
- খ.গল্পের বর্ণনায়
- গ.গানের কলিতে
- ঘ.নাটকের সংলাপে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনগুলো ফরাসি শব্দ ?
- ক.লুঙ্গী, ফুঙ্গি
- খ.কার্তুজ, রেস্তরা
- গ.পেন্সিল, ইউনিভার্সিটি
- ঘ.পাউডার, ইউনিয়ন
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনগুলো জাপানি শব্দ ?
- ক.রিকশা, চিনি
- খ.চাহিদা, শিখ
- গ.আলমারি, গুদাম
- ঘ.জিন্দা, জানোয়ার
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
- ক.৩ ভাগে
- খ.২ ভাগে
- গ.৬ ভাগে
- ঘ.৪ ভাগে
উত্তরঃ ক
প্রশ্নঃ 'চন্দ্র' ও 'সূর্য' কোন শব্দের উদাহারণ ?
- ক.অর্ধতৎসম শব্দ
- খ.তৎসম শব্দ
- গ.তদ্ভব শব্দ
- ঘ.বিদেশী শব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
- ক.ভাষা গতিশীল নয়
- খ.ভাষা স্থির নয়
- গ.ভাষা গতিশীল ও স্থির
- ঘ.ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ নীচের কোন বাক্যটি সাধু রীতিতে লেখা হয়েছে ?
- ক.আমি তার সঙ্গে দেখা করেছি
- খ.সে গতকাল বাড়ি গিয়েছিল
- গ.সুমী তাহাকে দেখিয়াছে
- ঘ.সে হাটিয়া যাবার সাপটি দেখেছে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
- ক.৪ ভাগে
- খ.৫ ভাগে
- গ.৩ ভাগে
- ঘ.২ ভাগে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
- ক.মান্দারিন
- খ.ফ্রেঞ্চ
- গ.ইংরেজি
- ঘ.হিন্দি
উত্তরঃ ক
প্রশ্নঃ 'ছেরাদ্দ' ও 'গিন্নী' কোন শব্দের উদাহারণ ?
- ক.তদ্ভব শব্দের
- খ.অর্ধতৎসম শব্দের
- গ.তৎসম শব্দের
- ঘ.বিদেশী শব্দের
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে -
- ক.বিশেষভাবে বিশ্লেষণযোগ্য
- খ.বিশেষভাবে গ্রহণযোগ্য
- গ.বিশেষভাবে বিশ্লেষণ
- ঘ.বিশেষভাবে পঠনযোগ্য
উত্তরঃ গ
প্রশ্নঃ ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?
- ক.মনোএল-দ্য-আসসুম্পসাঁও
- খ.নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
- গ.জন বিমস
- ঘ.উইলিয়াম কেরি
উত্তরঃ খ
প্রশ্নঃ 'বাবা' এবং 'দারোগা' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে ?
- ক.ইংরেজি
- খ.তুর্কি
- গ.ওলন্দাজ
- ঘ.ফরাসি
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
- ক.বিশেষণ ও ক্রিয়া
- খ.বিশেষ্য ও বিশেষণ
- গ.বিশেষ্য ও সর্বনাম
- ঘ.ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রিস্কিয়ানের ব্যাকরণের নাম -
- ক.De Lingua Latina
- খ.Dialogue
- গ.Poetics
- ঘ.Institutiones Grammaticae
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে -
- ক.গ্রিক ভাষা থেকে
- খ.সংস্কৃত ভাষা থেকে
- গ.ভারতীয় ভাষা থেকে
- ঘ.প্রাকৃত ভাষা থেকে
উত্তরঃ খ
প্রশ্নঃ 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ?
- ক.কোল ভাষা
- খ.মুন্ডারী ভাষা
- গ.তামিল ভাষা
- ঘ.গুজরাটি ভাষা
উত্তরঃ গ
প্রশ্নঃ লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?
- ক.সাধু ও চলিত
- খ.সাধু ও আঞ্চলিক
- গ.লেখ্য ও আঞ্চলিক
- ঘ.আঞ্চলিক ও সর্বজনীন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি সঠিক ?
- ক.ভাষা ব্যাকরণ অনুসরণ করে
- খ.ব্যাকরণ ভাষা অনুসরণ করে
- গ.ভাষা ও ব্যাকরণ উভয়ই পরস্পরকে অনুসরণ করে
- ঘ.ভাষা ও ব্যাকরণ পৃথক ও স্বতন্ত্র - কাজেই কোনটিই কোনটিকে অনুসরণ করে না
উত্তরঃ খ
প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
- ক.চলিত ভাষারীতিতে
- খ.আঞ্চলিক ভাষারীতিতে
- গ.সাধু ভাষারীতিতে
- ঘ.মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?
- ক.উইলিয়াম কেরি
- খ.এডওয়ার্ড ডিমোক
- গ.শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়
- ঘ.প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রিক ভাষায় 'Grammar' শব্দটির অর্থ -
- ক.নিয়মশাস্ত্র
- খ.ব্যাকরণ শাস্ত্র
- গ.শব্দশাস্ত্র
- ঘ.ধ্বনিবিন্যাস শাস্ত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ?
- ক.প্রভাত হইয়াছে, সূর্য উঠিয়াছে
- খ.গতকাল খেলা দেখিয়াছিলাম
- গ.সুজন তাহাকে দেখেছে
- ঘ.আমি তাকে দেখে খুশি হয়েছি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
- ক.১৭৩৪ সালে
- খ.১৭৪২ সালে
- গ.১৭৪৩ সালে
- ঘ.১৭৫০ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
- ক.পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
- খ.পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে
- গ.পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক
- ঘ.পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
- ক.চলিত রীতি
- খ.সাধু রীতি
- গ.কথ্য রীতি
- ঘ.লেখ্য রীতি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ?
- ক.আনারস, আলপিন
- খ.গীর্জা, পাদ্রী
- গ.রুইতন, হরতন
- ঘ.স্কুল, কলেজ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে ?
- ক.তৎসম শব্দ
- খ.তদ্ভব শব্দ
- গ.মিশ্র শব্দ
- ঘ.পারিভাষিক শব্দ
উত্তরঃ ঘ
No comments:
Post a Comment